Travonews.in

এক অনন্য কিংবদন্তি – সিলা, ক্যারাবডিস ও ওডিসিয়াসের যুদ্ধ

প্রাচীন ভারতীয় সভ্যতার প্রায় সমসাময়িক গ্রিক সভ্যতা। গ্রিক পুরানের বহু কাহিনী আছে, যা প্রধানত অধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ। তবে মজার বিষয় হলো -‘যুদ্ধ’ কিন্তু গ্রিক পুরানে খুবই কমন। এর থেকে একটা বিষয় খুব পরিষ্কার সেই যুগে গ্রিস বাসীরা যুদ্ধের মধ্যেই বেঁচে ছিলেন। কখনো মানুষ, কখনো দেব–দেবীরা লড়ছেন ভয়ংকর সব প্রাণীর বিরুদ্ধে। বুদ্ধিমত্তা, সাহসিকতা, নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে এসব কাহিনিতে। গ্রিক পুরাণে দেখা যায়, মানুষের মতো দেবতাদেরও কর্মফল ভোগ করতে হয়। তেমনই এক কাহিনী হলো – কখনো মানুষ, কখনো দেব–দেবীরা লড়ছেন ভয়ংকর সব প্রাণীর বিরুদ্ধে। বুদ্ধিমত্তা, সাহসিকতা, নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে এসব কাহিনিতে। গ্রিক পুরাণে দেখা যায়, মানুষের মতো দেবতাদেরও কর্মফল ভোগ করতে হয়। তেমনই এক কাহিনী হলো – সিলা, ক্যারাবডিস ও ওডিসিয়াসের যুদ্ধ।

প্রাচীন গ্রিসের সমুদ্রের এক সরু প্রণালিতে থাকত দানব সিলা ও ক্যারাবডিস। প্রকাণ্ড সাপের মতো ছয়টি মাথার জাদুকরি প্রাণী সিলা। সামনে জাহাজ বা নৌযান পড়লেই তা মাথার বাড়িতে ধ্বংস করে দিত সে। আর ক্যারাবডিস তৈরি করত ঘূর্ণিপাক। কোনো মানুষই তাদের সামনে পড়ে প্রাণ নিয়ে পালাতে পারত না। ভয়ংকর এই দুই প্রাণীর সামনে একবার পড়ে গেলেন রাজা ওডিসিয়াস। হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড়ে সমুদ্র উত্তাল হলো ক্যারাবডিসের তাণ্ডবে। কিন্তু ঘাবড়ে যাওয়ার লোক নন ওডিসিয়াস। ত্বরিতবেগে জাহাজ তীর ঘেঁষে চালানোর নির্দেশ দিলেন নাবিকদের। ঝড়ের মধ্যে ওডিসিয়াসের জাহাজ সিলাকে পাশ কাটিয়ে চলতে লাগল দ্রুতবেগে। কিন্তু সিলাও ছাড়ার পাত্র নয়। জাহাজ থেকে একযোগে ছয় মাথা দিয়ে গিলে নিল ছয়জন নাবিককে। ভয় পেলেও অন্য নাবিকেরা দক্ষতার সঙ্গে জাহাজকে নিয়ে আসে প্রণালির বাইরে। প্রথমবারের মতো সিলা ও ক্যারাবডিসের হাত থেকে বেঁচে যান রাজা ওডিসিয়াস ও তাঁর দল। পরের রাস্তাটুকুতে আর বিপদে পড়তে হয়নি। নিরাপদে ঘরে ফেরেন তাঁরা সে যাত্রায়। এখানেই এই কাহিনীর সমাপ্তি।
Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *