Travonews.in

উত্তর সিকিম(North Sikkim) ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক মহিলা সহ শিশুর।

এলাকাবাসী সূত্রে খবর, গত ২৩ তারিখ নিউ ব্যারাকপুর সুকান্ত সরনীর বাসিন্দা শোভন শ্বাসমল (Shobhon Shashmal) সহ তার স্ত্রী পিয়ালী শ্বাসমল (Piyali Shashmal) এবং তার মেয়ে উত্তর সিকিমের (North Sikkim) উদ্দেশ্যে বেড়াতে যায়।

গত ২৮ তারিখ সারাদিনের ভ্রমণের পর জুলুক (Zuluk) থেকে গ্যাংটক (Gangtok) এ হোটেলে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েন শ্বাসমল দম্পতি এবং তাদের ২.৮ বছরের কন্যা।

 

দুর্ঘটনায় প্রাণ হারান পিয়ালী দাশগুপ্ত (Piyali Dashgupta) (শ্বাসমল) এবং তার কন্যা শ্রীনিকা (Sreenika), এবং শোভন গুরুতর আহত হন।

 

 

বর্তমানে শোভন (Shobhon) সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে (Gangtok Hospital) চিকিৎসাধীন এবং তার স্ত্রী এবং মেয়ের দেহ হাসপাতাল মর্গে (Hospital Morgue) রয়েছে বলেই জানাচ্ছে এলাকাবাসী।

শ্বাসমল (Shashmal) দম্পতির এই পথ দুর্ঘটনার সংবাদ পেতেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে।

এবং তার পর থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত শোভন (Shobhon) সহ তার স্ত্রী ও সন্তানকে তাদের নিজ বাসভবন নিউ ব্যারাকপুর সুকান্ত সরণি (New Barrackpore Sukanta Sarani) তে আনার চেষ্টা চালাচ্ছে।

 

 

 

#NorthSikkim #TravelAccident #TourismNews #TravelSafety

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ