হোয়াইট হাউস ছাড়ার আগে ইউক্রেনকে বিপুল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি নিশ্চিত করলেন জো বাইডেন। সোমবার আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের ‘লেম ডাক’ সরকার কিভের হাতে আরও সাড়ে ৭২ কোটি ডলার (প্রায় ৬১৪৪ কোটি টাকা) মূল্যের সমর উপকরণ তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।
এর জেরে গত মাসে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করেছিল পুতিন সরকার। আর তার পরেই সাময়িক ভাবে ইউক্রেনের রাজধানী কিভে আমেরিকার দূতাবাস বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছিল ওভাল অফিস। পশ্চিমি সংবাদমাধ্যম জানাচ্ছে, এ বার ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্যের তালিকায় উল্লেখযোগ্য হল ল্যান্ডমাইন সন্ধানী যন্ত্র এবং ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। এর আগে স্থলপথে রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেন সেনাকে মানববিরোধী ল্যান্ডমাইন (সামরিক পরিভাষায় ‘অ্যান্টি পার্সোনেল ল্যান্ডমাইন’) দিতে সম্মত হয়েছিল পেন্টাগন।