বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন অনেক আগেই পাকিস্তান পন্থী জামাতের হাতে চলে যাওয়ার ফলে বাংলাদেশে দিন দিন হিন্দুদের উপর আক্রমন বেড়েই চলেছে। চট্টগ্রামে হিন্দুদের উপরে মিলিতভাবে হামলার অভিযোগ পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই অত্যাচারের ভিডিয়ো। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। হিন্দুদের উপরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ করার আর্জি জানাল সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপরে নৃশংস হামলার তীব্র নিন্দা করেন। তিনি জানান, সরকার ব্যর্থ হচ্ছে এই হামলা বন্ধ করতে। এ জিনিস চলতে পারে না।
পাকিস্তানের চরমপন্থী দলগুলো এই ঘটনা ঘটেচ্ছে বলে তার দাবি। প্রসঙ্গত, গত ৫ অগস্ট গণআন্দোলনের মুখে পড়ে পতন হয় হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দেশে এই পালাবদলের পরই হামলার মুখে পড়ছে সংখ্যালঘু হিন্দুরা। খুন, লুঠপাট, ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে। এর আগে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।