ভারতীয় রেল বিশ্বের অন্যতম একটি বৃহৎ রেল পরিষেবা। ব্রিটিশের হাত ধরে ভারতের ট্রেন পরিষেবা চালু হলেও স্বাধীন ভারতে, ভারত তার রেল লাইন বাড়িয়েছে বহুগুন। এখন ভারতের অন্যতম পরিবহন ব্যবস্থা রেল পরিষেবা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – সর্বত্রই রেল পরিষেবা চালু হয়েছে। ভারতের রেলের একটি বিশেষ ব্যবস্থা হলো প্রয়োজন হলে কোনো ব্যক্তি বা সংস্থা একটি পুরো ট্রেন বা ট্রেনের একটি পুরো বগি বুক করতে পারেন। পরিবারের ও বন্ধু বান্ধব নিয়ে কোনো বিয়ের অনুষ্ঠানে এভাবে পুরো ট্রেন বা ট্রেনের একটি বগি বুক করে যাওয়ার খবর আছে। কিন্তু কিভাবে তা করা যায়?
জেনে রাখা দরকার, ভারতীয় রেল এই পরিষেবার নাম দিয়েছে
এফটিআর। এর সাহায্যে কোনও ব্যক্তি পুরো ট্রেন বা কোচ বুক করতে পারেন। এটি IRCTC -এর একটি বিশেষ পরিষেবা৷ ভারতীয় রেলের যে কোনও বিভাগের জার্নি শুরুর স্টেশন থেকে অনলাইনের মাধ্যমে এই এফটিআর পরিষেবার সুবিধা নেওয়া যায়। তবে এর জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ভারতীয় রেল জানাচ্ছে, পুরো ট্রেন বা একটি বগি বুক করার জন্য কমপক্ষে ৬ দিন আগে অনলাইনে আবেদন করতে হবে। অন্যদিকে, ৩০ দিনের আগে এই FTR পরিষেবার আওতায় অনলাইনে আবেদন করা যাবে না। নিয়ম অনুযায়ী, একটি ট্রেনে সর্বাধিক ১০টি কোচ বুক করতে পারেন কোনও যাত্রী বা কোনো সংস্থা। তবে যদি পুরো ট্রেন বুক করতে হয়, তাহলে সর্বধিক ২৪টি বগি বুক করতে হবে। আবার এর মধ্যে থাকবে ২টি শ্লিপার ক্লাস।
ভারতীয় রেলের পক্ষ থেকে এর জন্য একটি খরচের হিসাব দেখানো হয়েছে। তাতে বলা হয়েছে – কোনও ব্যক্তি সর্বাধিক সাত দিনের যাত্রার জন্য এই ট্রেনটি বুক করতে পারেন। প্রতিটি কোচের জন্য ৫০ হাজার টাকা এবং ৭ দিনের বেশি হয়ে গেলে অতিরিক্ত দিনে প্রতিটি কোচের জন্য প্রতিদিন ১০ হাজার টাকা দিতে হবে। তবে বুক করার পরে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সেই বুকিং বাতিল করা যাবে। তবে সেই ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিটের 2 শতাংশ টাকা কেটে নেওয়া হবে।
ইতিমধ্যে এমন ট্রেন বুকিং বা বগি বুকিং হয়েছে। রেল সূত্রে জানা যাচ্ছে, প্রধানত বড়ো একান্নাবর্তী পরিবার কোনো বিয়ের বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য এভাবে ট্রেনের বগি বুক করেন। তাছাড়াও কোনো অফিস পার্টি কোনো ভ্রমনে ও অফিস সামিটে যাওয়ার জন্য কখনো কখনো ট্রেনের বগি বুক করে। কোনো স্কুল বা কলেজের শিক্ষামূলক ভ্রমনের ক্ষেত্রেও এমনভাবে ট্রেনের বগি বুক করা হয়।