আজ আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি – তাকিয়ে সব পক্ষ

আর জি কর কাণ্ডে CBI এর আগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্ট সন্তোষ প্রকাশ করলেও জুনিয়র ডাক্তার ও নাগরিকমহল কিন্তু ওই আগ্রগতিতে মোটেই খুশি নয়। মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে গুরুত্ব পাবে জুনিয়র ডাক্তারদের অনশন। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে বিষয়টি ইতিমধ্যেই উল্লেখ করেছিলেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং। প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরানোর ক্ষেত্রে উদ্যোগী সুপ্রিম কোর্ট। তাই অনশনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কী বলবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়? সেদিকেই থাকবে নজর। এদিন সিবিআই পঞ্চম স্টেটাস রিপোর্ট জমা দেবে। আরজি কর খুন এবং ধর্ষণের ঘটনায় মেডিক্যাল কলেজের বাইরে বৃহত্তর পরিসরে, এমনকী রাজ্যের বাইরেও তদন্ত ছড়াবে কি না, সেই বিষয়ে আজ সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু কথা হলো, ধর্ষণ ও খুনের মামলায় মাত্র একজন জড়িত – CBI এর এই তত্ত্ব মানতে চাইছে না জুনিয়র ডাক্তারেরা।

জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল, হাসপাতালে উচ্চপদস্থ ব্যক্তি, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখবে রাজ্য সরকার। ফলে অভিযুক্ত আধিকারিকদের অপসারণের বিষয়ে রাজ্য সরকার কোনও পদক্ষেপ করেছে কি না, তা ফের শুনানিতে উঠে আসতে পারে ন্যাশনাল টাস্ক ফোর্স এর কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট এদিন জমা দেবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সব মিলিয়ে আজ টান টান উত্তেজনা থাকবে সুপ্রিম কোর্টে।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

ভারতীয় প্রাচীন সভ্যতার সঙ্গে মিলে আছে ৪ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার যুগ। এবার মানুষের সামনে তাই তুলে ধরতে চলেছে গুজরাট সরকার। …

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। হিন্দু বাঙালিরা ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত। লক্ষ্মী বিনা সারা জগৎ অচল। আর লক্ষ্মীও বেশ চঞ্চলা। কোথাও অধর্ম, …

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ …

পাহাড় মানেই একরাশ আনন্দ। পাহাড়ের প্রতি বাঁকেই আছে নতুন জগৎ। তাই পাহাড় মানেই নতুন উন্মাদনা। তবে এখন একটু অফবিট ভ্রমণের দিকে ভ্রমণ …