শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও কোথাও অল্প বৃষ্টি শুরু হয়েছে। অথচ সাধারণ পুজো মন্ডপগুলোতে আজ থেকেই প্রতিমা আনা শুরু হচ্ছে। এই অবস্থায় আজকের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া গেলো।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ফের একবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার থেকেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস বাংলার অধিকাংশ জেলায়। আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ৮ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কম-বেশি বৃষ্টি চলবে। যথেষ্ট চিন্তায় পুজো কমিটিগুলো ও আম বাঙালি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় শুক্রবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের আকাশে মেঘ জমেছে। শুক্রবার উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারে। পুজোর এই ক’টা দিন মানুষ উৎসবের মেজাজে থাকে। এবার পুজোতে কি তা নষ্ট হতে চলেছে! উদ্বিগ্ন সাধারণ মানুষ।