অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হলো বারাকপুরের পুজো কার্নিভাল

অন্যান্য কয়েকটি জেলা পুজো কার্নিভালে কিছু বিতর্ক তৈরী হলেও বারাকপুরে ১৭টি পুজো কমিটিকে নিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো পুজো কার্নিভাল। বারাকপুর লালকুঠি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে বারাকপুর স্টেশনের সামনের দিয়ে চিড়িয়া মোড় অতিক্রম করে সুসজ্জিত পুজোর শোভাযাত্রা শেষ করা হয়। বিশেষ শোভাযাত্রায় ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, বিধায়ক রাজ চক্রবর্তী, বিধানসভার মুখ্য সচেতন তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও অন্যান্য একাধিক পৌরসভার চেয়ারম্যান ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সকলেই করতালি দিয়ে উদ্যোক্তাদের অভিনন্দন জানান।

তবে এ বছর পানিহাটি কার্নিভাল বাতিল করা হয়েছে। একদম বীজপুর থেকে বরানগর পর্যন্ত মোট ১৭টি পুজো কমিটিকে নিয়ে এই কার্নিভাল করা হয়। বেশ কয়েক ঘন্টার জন্য ওই অঞ্চলের যান চলাচল নিষিদ্ধ করা হয়।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

বুধবার লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে সাড়ম্বারে পূজিত হবেন দেবে লক্ষ্মী। অনেকে আবার কালীপুজোর দিন অলক্ষ্মী পুজো করেন। আসল কথা হলো লক্ষ্মী ও …

আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে প্রধান কার্নিভাল – যেখানে দেশ-বিদেশের একাধিক অতিথি উপস্থিত থাকবেন। অন্যদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা …

অন্যান্য কয়েকটি জেলা পুজো কার্নিভালে কিছু বিতর্ক তৈরী হলেও বারাকপুরে ১৭টি পুজো কমিটিকে নিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো পুজো কার্নিভাল। বারাকপুর লালকুঠি মোড় …

সোমবার খুবই আড়ম্বারের সঙ্গে সম্পন্ন হলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের পুজো কার্নিভাল। কিন্তু কার্নিভালে অংশ নেওয়া পুজো কমিটির সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। ২০২২ …