সিজার রুগীকে টায়ারের উপরের চাপিয়ে হাসপাতালের পথে পরিবার, ডেবরায় হাড়হিম করা ঘটনা!

বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান জল, সিজার রুগীকে টিউবের উপরের চাপিয়ে হাসপাতালের পথে পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি খাল রয়েছে।প্রায় ১৫ বছর ধরে খালের সংস্কার হয়নি বলে অভিযোগ। তার ফলে অল্প বৃষ্টি হলে রাস্তার উপর হাঁটু সমান জল জমে। বর্ষা বা অতি বৃষ্টি হলেই এলাকায় কোন রুগী হলেই এভাবেই টিউবের উপর বসিয়ে রুগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। শনিবার সেই চিত্র ধরা পড়লো ডেবরার বাড়াগড় গ্রামে। জানাযায় গত ১০ দিন আগে এক মহিলার সিজার হয়, আজকে সকালে তিনি অসুস্থ বোধ করেন, তাকে নিয়ে যেতে কার্যত ভরসা সেই টিউব। টিউবের উপর বসিয়ে নিয়ে যেতে হচ্ছে ওই অসুস্থ সদ্য সিজার মহিলাকে। যা নিয়ে শোরগোল ডেবরা জুড়ে। যদিও অঞ্চলের প্রধান পূর্নিমা ভূঁইয়া বলেন, দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কার করার ব্যবস্থা করা হবে। হাসপাতালে ভর্তি না হয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন ওই মহিলা। স্বামী প্রসেনজিৎ নায়েক বলেন, ১৭ তারিখে সন্তান প্রসবের পর বাড়িতে ছিল। বৃষ্টির জন্য বাবার বাড়ি যেতে পারছিল না। আজ প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

প্রকৃতি যে তার ভারসাম্য হারাচ্ছে, তার আরও একটা উদাহরণ সামনে নিয়ে আসলো এই শ্যামা পোকা! কালীপুজোতে শ্যামা পোকার তাড়নায় আমরা বিরক্ত হয়ে …

সামনেই একাধিক রাজ্যে উপনির্বাচন। ভোট প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতেই ঝাড়খন্ডে রবিবার বিকেলে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের …

এখন তো ছোট ফ্ল্যাটের যুগ। আগের মতো অনেক জমি জায়গা থাকে না। কিন্তু সেই ফ্ল্যাটকেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে …

নানা কারণেই মহিলাদের একটা বড়ো অংশ নানা শারীরিক সমস্যার ভোগেন। এর প্রধান কারণ পিরিয়ড চলা কালীন অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া। মেয়েদের শরীরে …