Travonews.in

সানরাইস মিডোসের উপস্থাপনা F2 FUSION – FIGHT & FUN

আধুনিক সংস্কৃতির অন্যতম তিনটি অঙ্গ সেল্ফি, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এই রঙিন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সেল্ফি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় কয়েকটি পরিবার নিজেদের উপস্থান করেন এই বিশ্বের রূপ-রস-গন্ধ-স্পর্শ নিয়ে।
সেই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন

১) সুদীপ্ত ঘোষ ও তাঁর পরিবার

২) দেবর্ষি পাল ও তাঁর পরিবার

৩)দোলনা চাঁপা হাদেন ও তাঁর পরিবার

৪) স্নেহা বাসু ও তাঁর পরিবার

৫) চয়ন মালিক ও তাঁর পরিবার

৬) ঋতুজা দাস ও তাঁর পরিবার

৭) গোপাল দাস ও তাঁর পরিবার

৮) সুস্মিতা বেরা ও তাঁর পরিবার

৯) সুরজিৎ মাইতি, সুশীতা মাইতি ও প্রিয়াঙ্কা মাইতি

১০) সৌরভ ব্যানার্জী ও তাঁর পরিবার

১১) সৈকত বিশ্বাস ও তাঁর পরিবার

১২) সুভাষ পুরকাইত ও তাঁর পরিবার

উপস্থাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার বিচারক দর্শকেরা। যে পরিবার যত বেশি লাইক ও কমেন্ট পাবেন সেই বিচারেই প্রথম, দ্বিতীয় ইত্যাদি ৱ্যাঙ্ক নির্ধারিত হবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *