Travonews.in

মহালয়া উপলক্ষে কানাডায় হয়ে গেলো ‘আনন্দময়ী শারদোৎসব ২০২৪’

শারদোৎসবে মেতে উঠেছে সারা পৃথিবী। মহালয়া থেকেই পুজোর ঢাকে কাঠি পরে গেছে। সুদূর কানাডায় ‘ইস্ট কোস্ট বেঙ্গলি সোসাইটি'(ECBS) হালিফ্যাক্স আয়োজন করেছিল আনন্দময়ী শারদোৎসব ২০২৪। তাঁরা রূপে, রঙে, কথায়, ছবিতে ও গানে অসাধারণভাবে তুলে ধরেছেন ‘মহিষাসুরমর্দিনী’। এভাবেই মহালয়াকে উদযাপন করেছে ওই বাঙালি প্রতিষ্ঠান। এই সোসাইটির প্রতিষ্ঠা ২০২২ সালে। মাত্র ২ বছরের মধ্যে বাঙালির আবেগ ‘মহিষাসুরমর্দিনী’কে তাঁরা অসাধারণভাবে সকলের সামনে উপস্থিত করেছেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ