উড়িষ্যার সাতকশিয়া সত্যি এক আকর্ষণীয় বেড়ানোর জায়গা। আদর্শ সময় হতে পারে এখন। পাহাড় ও নদী সব আছে, সুন্দরী সাতকোশিয়া ছাড়া আর কোথায় যাবেন! ওড়িষার কটক, বৌধ, নয়াগড় ও অঙ্গুল ৪ জেলায় প্রায় ১০০০ বর্গ কিমি জুড়ে বিস্তৃত সাতকোশিয়া অভয়ারণ্য। ওড়িশা ইকো-ট্যুরিজমের সৌজন্যে বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে নেচার ক্যাম্প। তবে জঙ্গল, পাহাড় ও নদীর কাছাকাছি হওয়ার জন্য লবঙ্গীর জঙ্গল সংলগ্ন ‘টিকরপাড়া নেচার ক্যাম্প’ অতিরিক্ত জনপ্রিয়তা পেয়েছে। দু-পাশে পূর্বঘাট পাহাড়, মাঝখান দিয়ে সাতক্রোশ বা ২২ কিলোমিটার পথ মহানদী বয়ে চলেছে। তাই এই অভয়ারণ্যর নাম ‘সাতকোশিয়া’। একবার গিয়ে দেখুন, মন আনন্দে ভরে উঠবে।
ভারতীয় রেলে দুর্ঘটনা হয়েই চলেছে। মাঝে অবশ্য কিছুদিন তেমন কিছু হয় নি। আবার আজ, শনিবার একদম ভোরে হাওড়া শালিমারে লাইনচ্যুত ট্রেন। শালিমারে …