আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে আবার বামশক্তি ধীরে ধীরে কি প্রাসঙ্গিক হয়ে উঠছে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে। বিধানসভায় বামেদের ‘শূন্য’ পাওয়ার কলঙ্ক ঘোচেনি এখনও। কথায় কথায় কটাক্ষ করতে পিছপা হন না বিরোধীরা। তবে রাজনীতির কারবারিদের মতে, আন্দোলনের আবহে সিপিএমের অস্তিত্ব বেশ বোঝা যাচ্ছে। পতাকা থাক বা না থাক, সিপিএম যে ময়দানে আছে, তা একরকম স্পষ্ট। আপাতত এভাবেই লড়াইতে থাকতে চায় সিপিএম। আর জি করকে কেন্দ্র করে বামেরা আবার নাগরিক মহলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে।
তাই পতাকা ছাড়াই আর জি কর আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছে সিপিএম। পতাকা ছাড়া হলেও নাগরিকদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে সিপিএম। দলের বিভিন্ন স্তরে বার্তা দেওয়া হয়েছে, এভাবেই এগিয়ে যেতে হবে বামেদের। তাই আন্দোলনের সঙ্গে সাযুজ্য রেখে এবার বই প্রকাশ করছে সিপিএম। বইয়ের নাম ‘বিচার চাই’। বইটির সম্পাদনা করেছেন দলের রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য।পুজোর সময় যে সব বইয়ের স্টল সিপিএমের থাকবে, সেখানে এই আরজি কর-কাণ্ডে বিচারের দাবি সংক্রান্ত বইটি রাখা হবে বলে জানা গিয়েছে। আবার দলের যুব সংগঠনের মুখপত্র ‘যুবশক্তি’ শারদ সংখ্যারও উদ্বোধন হবে, যেখানে উপস্থিত থাকবেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।