বাগুইআটি নির্ভিক সংঘের পুজো এ বছর ৫৪ তম বর্ষে পা দিয়েছে। গত ৪/৫ বছর ধরে তারা থিম পুজোর দিকে ঝুঁকেছেন। পুজো কমিটির পক্ষ থেকে কৌশিক ব্যানার্জী ও তন্ময় রায় বলেন, তাদের পুজোতে প্রতি বছর কিছু না কিছু অভিনব ব্যবস্থা থাকে। তাই মানুষ তাদের পুজো মন্ডপে আসেন। এ বছরও তারা আশা করেন অনেক মানুষের ভিড় হবে। তাঁরা বলেন, সাবেকিয়ানার পুজোই হোক আর থিম পুজোই হোক, আসল কথা ‘মা দুর্গা’! মায়ের আবেগই শেষ কথা। তারা জানান, এবছর রাজ্যের পরিস্থিতি একটু অন্যরকম। তাই তারা সকলের কাছে শান্তির বার্তা দিতে চান।
থিম শিল্পী বলেন, স্বপ্নিল চক্রবর্তীর একটা কবিতা থেকেই তারা নিয়েছেন তাদের এ বছরের থিম – ‘স্বপ্নকৃতি’। তিনি ব্যাখ্যা করো বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই থাকে প্রেম, ভালোবাসা। কোনো প্রেম টিকে যায় আবার কোনো প্রেম ভেঙে যায়। কিন্তু প্রেমটা চিরন্তন। সেই প্রেমের বার্তায় তারা এখানে দিতে চেয়েছি। তিনি বলেন, প্রেমের তিনটি ধাপ – প্রেম শুরু, প্রেম চলা ও শেষে হয় প্রেম স্থায়ী হওয়া বা ভাঙে যাওয়া। থিম শিল্পী বলেন, এই তিনটে ধাপকেই তারা প্রতিমা ও মন্ডপ সজ্জার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। প্রতিমার মধ্যেই সেই আভাস তারা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আশাবাদী যে তাদের পুজো মানুষের মন জয় করবে।