শাসকদল হিসাবে তৃণমূল কিছুটা তো প্রস্তুত বটেই। যতদূর জানা যাচ্ছে, ইতিমধ্যে ওই ৬ কেন্দ্রে তারা প্রার্থী বাছাই শেষ করেছে। তবে সোমবারের আগে হয়তো নাম ঘোষণা করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ নেভম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। এই কেন্দ্রগুলি হল- সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি। আর জো কর কান্ড নিয়ে এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে শাসক তৃণমূল। এই সব দিক মাথায় রেখেই তৃণমূল তাদের প্রার্থী বাছাই করেছে বলেই অনুমান।
যে ৬ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে নৈহাটি-মেদিনীপুর ছাড়া বাকি সব গ্রামীণ এলাকায়। এই আবহে সেখানে তাদের ভোটব্যাঙ্ক অক্ষত থাকবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। তৃণমূল মনে করে আর জি করের প্রভাব গ্রামাঞ্চলে মোটেও পড়বে না। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, যে প্রাথমিক তালিকা তৃণমূল তৈরী করেছে, সেখানে নৈহাটি কেন্দ্রে সনৎ দে’র নাম নিয়ে আলোচনা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সনৎ দে হলেন নৈহাটির টাউন তৃণমূলের ব্লক সভাপতি ও চেয়ারম্যান ইন কাউন্সিল। অপরদিকে সিতাই কেন্দ্রে আলোচনায় রয়েছেন সংহিতা বসুনিয়া। হাড়োয়া কেন্দ্রে প্রয়াত সাংসদ হাজি নুরুলের পুত্রর নাম নিয়ে চর্চা চলছে। মেদিনীপুরে এমন কাউকেই দাঁড় করাতে চায় তৃণমূল কংগ্রেস, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই । সেখানে পুরভোট একটা বড় ফ্যাক্টর। এর আগে লোকসভা ভোটেও শহর অঞ্চলে তৃণমূলের ভোট কমেছিল। প্রসঙ্গত এই ৬টি কেন্দ্রের মধ্যে বর্তমানে মাদারিহাট ছাড়া সবকটি আসন তৃণমূলের দখলে রয়েছে। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। তবে শেষ ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ২৩ তারিখ পর্যন্ত।