‘বলেছিলাম বন্দুক ঠেকালেও যাব না, কিন্তু মমতা তো ট্রিগার টিপে দিলেন’- রতন টাটা

আজ থেকে ১৬ বছর আগে রতন টাটার সেই উক্তি আজও ভোলেনি বাংলার মানুষ। তৎকালীন বাংলার দুই রাজনৈতিক ব্যক্তিত্বের লড়াই – কেন্দ্রে শিল্পায়ন। ন্যানোর হাত ধরে ভারতীয় বাজারের দিশা পালটে দিতে চেয়েছিলেন রতন টাটা। সিঙ্গুরে কারখানা গড়ে ন্যানো তৈরির পরিকল্পনা করেছিলেন। আর রতন টাটার সেই স্বপ্নের প্রকল্প পশ্চিমবঙ্গের রাজনীতি পালটে দিয়েছিল। এমনই একটা অক্টোবরে সিঙ্গুর ছেড়ে চলে গিয়েছিল ন্যানো প্রকল্প। আর সেই মহান ব্যক্তিত্ব বুধবার রাতে চলে গেলেন না ফেরার দেশে।

আর ২০০৮ সালের ৩ অক্টোবর যে রতন টাটা সেই মন্তব্যটা করেছিলেন, তিনি বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সেদিনের ‘বিরোধী নেত্রী’ তথা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে আমি শোকস্তব্ধ। ভারতীয় শিল্পের ক্ষেত্রে একজন অগ্রণী নেতা ছিলেন। যিনি মানুষের জন্য নিজের জীবন নিবেদন করে দিয়েছিলেন। তাঁর প্রয়াণে ভারতীয় শিল্পজগত এবং সমাজে অপূরণীয় ক্ষতি হল।' আর সেদিন টাটাদের আটকে অনেকটাই ক্ষতি হয়েছিল বাংলার। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আজ সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ রাজ্যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রতন টাটার মরদেহ শায়িত থাকবে। সাধারণ মানুষ সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

ভারতীয় প্রাচীন সভ্যতার সঙ্গে মিলে আছে ৪ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার যুগ। এবার মানুষের সামনে তাই তুলে ধরতে চলেছে গুজরাট সরকার। …

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। হিন্দু বাঙালিরা ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত। লক্ষ্মী বিনা সারা জগৎ অচল। আর লক্ষ্মীও বেশ চঞ্চলা। কোথাও অধর্ম, …

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ …

পাহাড় মানেই একরাশ আনন্দ। পাহাড়ের প্রতি বাঁকেই আছে নতুন জগৎ। তাই পাহাড় মানেই নতুন উন্মাদনা। তবে এখন একটু অফবিট ভ্রমণের দিকে ভ্রমণ …