নাগেরবাজার দক্ষিণবাড়ি যুব পরিষদ ক্লাবের এ বছরের থিম -‘আরণ্য বাঁচাও।’

নাগেরবাজার দক্ষিণবাড়ি যুব পরিষদের পুজো এ বছর ৬৫ বছরে পা দিয়েছে। গত ৮/৯ বছর ধরে তারা থিম পুজো করছে। এ বছরে তাদের থিম ‘আরণ্য বাঁচাও’। ক্লাবের পক্ষ থেকে কুন্দন মিত্র বলেন, একটা জঙ্গলে, জঙ্গল কেটে নগরায়ন হচ্ছে। সেই অঞ্চলের আদিবাসী সম্প্রদায় জঙ্গল কাটার বিরোধিতা করে মায়ের কাছে প্রার্থনা করছে যে তিনি যেন জঙ্গলকে বাঁচান। এটাই তারা মঞ্চ সজ্জার মাধ্যমে বলতে চেয়েছেন।নগরায়নের কারণে আমরা সবুজ হারিয়ে চলেছি। এর পরিণামে আমাদের সামনে বড়ো বিপদ উপস্থিত। তিনি বলেন, আমরা এখানে প্রচুর ছবি ব্যবহার করেছি। যারা আরণ্য বাঁচানোর আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের ছবি দিয়েছি। মন্ডপের মূল গেটের উপরে একটা খাড়ার ছবি আছে, সেই খাড়ার মধ্যে কয়েকজনের ছবি – যারা আরণ্য ধ্বংস করছে। আর একটা কঙ্কালসার পাখির ছবি – যার মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে এভাবে আরণ্য ধ্বংস হলে একদিন আমরা সবাই ওই রকম হয়ে যাবো। তিনি বলেন, তাদের পুজো বহিরঙ্গে থিম পুজো হলেও পুজোর আচার অনুষ্ঠান সবটাই সাবেকিয়ানা মতই হয়।

এ বছর তাদের থিম শিল্পী অরিজিৎ আম্বুলি ও প্রতিমা শিল্পী কুমারটুলির স্বপন পাল। তিনি সবাইকে তাদের মন্ডপে আসার জন্য আমন্ত্রণ করেন।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

প্রকৃতি যে তার ভারসাম্য হারাচ্ছে, তার আরও একটা উদাহরণ সামনে নিয়ে আসলো এই শ্যামা পোকা! কালীপুজোতে শ্যামা পোকার তাড়নায় আমরা বিরক্ত হয়ে …

সামনেই একাধিক রাজ্যে উপনির্বাচন। ভোট প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতেই ঝাড়খন্ডে রবিবার বিকেলে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের …

এখন তো ছোট ফ্ল্যাটের যুগ। আগের মতো অনেক জমি জায়গা থাকে না। কিন্তু সেই ফ্ল্যাটকেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে …

নানা কারণেই মহিলাদের একটা বড়ো অংশ নানা শারীরিক সমস্যার ভোগেন। এর প্রধান কারণ পিরিয়ড চলা কালীন অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া। মেয়েদের শরীরে …