Travonews.in

নাগেরবাজার দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এ বছরের থিম -‘তরঙ্গ’

নাগেরবাজার দক্ষিণবাড়ি দুর্গোৎসব কমিটির এ বছর ৬৪ তম বর্ষে পদার্পন করে। তাদের এ বছরের থিম ‘তরঙ্গ’। এই তরঙ্গ কিন্তু ওয়েব নয়, মানুষের জীবনে প্রতিটা ক্ষেত্রে কিছু তরঙ্গ থাকে। সেই বিষয়টাই এবার তাদের থিম। এ বছর তাদের থিম শিল্পী দেবাশিস বারিক। প্রতিমা শিল্পী সৈকত বাসু।

পুজো কমিটির সম্পাদক শুভজিৎ দাস বলেন, তাদের এবারের প্রতিমা হয়েছে অনেকটা 3D এঙ্গেলে। অর্থাৎ যেদিক থেকেই আপনি দেখুন না কেন প্রতিমার একটা ভালো লুক আপনারা পাবেন। তিনি বলেন, মন্ডপের ভেতরে একটা ঘূর্ণয়মান গোলক আছে, যা দিয়ে তারা বোঝাতে চেয়েছেন, মানুষের জীবনচক্র। মা দুর্গাকে কেন্দ্র করেই চলেছে এই জীবনচক্র। তিনি বলেন, তারা গত ৩/৪ বছর ধরে পুরোপুরি থিম পুজোতে ঝুঁকেছেন। এটাই মানুষের বর্তমান চাহিদা। তিনি আরও জানান,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন। সন্ধ্যায় কিছু অনুষ্ঠান আছে। তবে আগামী কাল থেকে সকলের জন্য পুজো মন্ডপ খুলে দেওয়া হবে। তিনি সকলকে পুজোর শুভেচ্ছা জানান ও সবাইকে তাদের পুজো মন্ডপে আসার জন্য আমন্ত্রণ করেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ