দাম অনেকটাই কমলো ইলেকট্রিক স্ক্রুটারের

লক্ষ্মীপুজো ও ধনতেরাসের ঠিক আগেই দাম অনেকটা কমে গেলো ইলেকট্রিক স্ক্রুটারের। এই সময় অনেকেই কেনাকাটা করে থাকেন। এই সময় আপনিও যদি ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। দেশের অন্যতম বৃহত ইলেকট্রিক টু-হুইলার সংস্থা Quantum Energy বিপুল ডিসকাউন্টের ঘোষণা করেছে। ফলে ক্রেতা ও বিক্রেতা – উভয় পক্ষেরই সুবিধা।
এক সঙ্গে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা (Electric Scooter Discount Festive Offers) করা হয়েছে। ফলে উৎসবের মরশুমে অনেকটাই সস্তায় সংস্থার (Quantum Energy) ই-স্কুটার কিনতে পারবেন। তাই আর দেরি নয়, পরিবেশ বান্ধব এই স্ক্রুটার কিনেই নিন।

ইতিমধ্যে বিস্তারিত তথ্য সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী Quantum Plasma X এবং Quantum Plasma XR এর উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই দুই স্কুটার একবার চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে।

কম্পানি বিজ্ঞাপ্তি দিয়ে জানিয়েছে –

  • Electric Scooter Discount Festive Offers: ২০ হাজার টাকা ছাড় – Quantum Energy এর দুটি বিক্রিত Electric Scooter Plasma X এবং Plasma XR মডেলের উপর ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। অনুমোদন রয়েছে এমন যে কোনও শোরুম কিংবা ডিলার থেকে এই দুই ইভি স্কুটার কিনতে পারবেন। এমনকি অনলাইনের মাধ্যমেও বুকিংয়ের সুবিধা আছে। তবে এই অফার সীমিত সময়ের জন্য
  • Electric Scooter Discount Festive Offers: ইলেকট্রিক স্কুটারের তিন রেঞ্জ – ভারতের বাজারে Quantum Energy এর তিনটি রেঞ্জ, যেমন – Plasma, Milan এবং Bziness ইলেকট্রিক স্কুটার আছে। গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে সংস্থা তিনটি ই-স্কুটার রেঞ্জ লঞ্চ করেছে। সংস্থার অ্যাডভান্সড EV প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং একেবারে পরিবেশ বান্ধব এই স্কুটার গ্রাহকদের নজর কাড়ে। এই সুযোগ নিতে হলে দেওয়ালীর আগেই নেওয়া উচিত। যা ইঙ্গিত, দেওয়ালীর আগেই সেই সুযোগ নেওয়া উচিত।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

প্রকৃতি যে তার ভারসাম্য হারাচ্ছে, তার আরও একটা উদাহরণ সামনে নিয়ে আসলো এই শ্যামা পোকা! কালীপুজোতে শ্যামা পোকার তাড়নায় আমরা বিরক্ত হয়ে …

সামনেই একাধিক রাজ্যে উপনির্বাচন। ভোট প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতেই ঝাড়খন্ডে রবিবার বিকেলে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের …

এখন তো ছোট ফ্ল্যাটের যুগ। আগের মতো অনেক জমি জায়গা থাকে না। কিন্তু সেই ফ্ল্যাটকেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে …

নানা কারণেই মহিলাদের একটা বড়ো অংশ নানা শারীরিক সমস্যার ভোগেন। এর প্রধান কারণ পিরিয়ড চলা কালীন অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া। মেয়েদের শরীরে …