দানার দাপটে দক্ষিণ ২৪ পরগনার চাষীরা মহা সংকটে, কৃষকদের পাশেই কৃষিবিজ্ঞানী

বৃষ্টি পরবর্তী সময়ে সবজি ক্ষেতের পরিচর্যা। ইতিমধ্যে ঘূর্ণিঝড় দানার দাপটে ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। কোথাও সবজি ক্ষেতে জল আবার কোথাও সবজি গাছ নুইয়ে পড়েছে। এর ফলে পচন ধরতে পারে সবজিতেও। সেজন্য ঝড় ও বৃষ্টির পর সবজি ক্ষেতের পরিচর্যা খুবই জরুর। কারণ জমিতে অতিরিক্ত জল জমলে শিকড়ের ক্ষতি হতে পারে এবং শিকড় পচার ঝুঁকি বাড়ে। আর্দ্র পরিবেশে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণও বৃদ্ধি পায়, যা গাছের ক্ষতি করে। সঠিক যত্ন না নিলে ফসলের উৎপাদন কমে যেতে পারে। তাই এ সময়ে উৎপাদন বাড়াতে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবিষয়ে বিশেষ পরামর্শ দিলেন নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী।

প্রথমেই বৃষ্টির পর জমিতে জল জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন এবং শিকড়ের আশেপাশে ভিজে মাটি আলগা করে দিন। এরপর হেলে পড়া সবজির চারা বা গাছ সোজা করে দিন এবং গাছের নীচের দিকের পাতা ও অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করে ফেলুন।
বৃষ্টির পর মাটির পুষ্টি কমে যেতে পারে, তাই জমিতে সঠিক পরিমাণে জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করুন। বেগুন, লংকা, টমেটোতে ঢলে পড়া রোগ প্রতিরোধে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন। জল জমে থাকায় এসময় শসা, বাঁধাকপি, ফুলকপি, করলা, পেঁপে, মিষ্টিকুমড়ো , তরমুজ ও লাউয়ের গোড়া পচা রোগ দেখা দিতে পারে,তাই আগাম বায়োডার্মা পাউডার ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। বৃষ্টির পর অতিরিক্ত স্যাঁতসেঁতে পরিবেশে ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসময় সবজির জমিতে জমে থাকা জল বের করে দিয়ে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

প্রকৃতি যে তার ভারসাম্য হারাচ্ছে, তার আরও একটা উদাহরণ সামনে নিয়ে আসলো এই শ্যামা পোকা! কালীপুজোতে শ্যামা পোকার তাড়নায় আমরা বিরক্ত হয়ে …

সামনেই একাধিক রাজ্যে উপনির্বাচন। ভোট প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতেই ঝাড়খন্ডে রবিবার বিকেলে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের …

এখন তো ছোট ফ্ল্যাটের যুগ। আগের মতো অনেক জমি জায়গা থাকে না। কিন্তু সেই ফ্ল্যাটকেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে …

নানা কারণেই মহিলাদের একটা বড়ো অংশ নানা শারীরিক সমস্যার ভোগেন। এর প্রধান কারণ পিরিয়ড চলা কালীন অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া। মেয়েদের শরীরে …