Travonews.in

চাকরির খবর-ONGC কলকাতা জোনে নিয়োগ হতে চলেছে বেশ কিছু ফ্রেসার্স

ONGC বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে, ONGC -এর বিভিন্ন জোনে এপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। গোটা দেশজুড়ে ONGC -র মোট ৬ টি জোন বা সেক্টর রয়েছে। সেন্ট্রাল সেক্টরের অধীনে পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল: সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- ১২ টি, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- ১০ টি, ফিটার- ২ টি, মেকানিক ডিজেল- ২ টি, ফায়ার সেফটি টেকনিশিয়ান (Oil & Gas)- ৬ টি।

আবেদন করার শর্ত –

  • পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারের শূন্যপদ্গুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ** আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। বয়স। ** কলকাতা ওয়ার্ক সেন্টারে যেসব পদে নিয়োগ করা হবে সেইসব পদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো-
  • সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ।
  • কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- COPA ট্রেডে ITI পাশ।
  • ফিটার- Fitter ট্রেডে ITI পাশ।
  • মেকানিক ডিজেল- Diesel Mechanic ট্রেডে ITI পাশ।
  • ফায়ার সেফটি টেকনিশিয়ান (Oil & Gas)- সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ। স্টাইপেন্ড- যথাকর্মে –
    — ৭০০০ হাজার টাকা
    — ৮০৫০ হাজার টাকা
    — ৭০০০ হাজার টাকা
    — ৭০০০ হাজার টাকা
    — ৮০৫০ হাজার টাকা ** আবেদন পদ্ধতি – অন লাইনে আবেদন করতে হবে।
    প্রথমে apprenticeshipindia. gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Apprentice Opportunities’ ট্যাবে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন চলবে ২৫ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত।
Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ