Travonews.in

ঘূর্ণিঝড় ‘দানা’ – প্রস্তুত কলকাতা পৌরসভা

ঘূর্ণিঝড় ‘দানা’ কোথায় হিট করবে তা জানার আগেই কলকাতা পৌরসভা আধিকারিকদের নিয়ে মঙ্গলবার ও বুধবার মিটিং করেন। আপাতত শুক্রবার পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। নবান্নের পক্ষ থেকে কলকাতা পুরসভাকে আরও অ্যাক্টিভ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ ঘূর্ণিঝড় ‘‌দানা’‌ ভাল প্রভাব ফেলবে দু’‌দিন কলকাতা শহরে। যেদিন ঘূর্ণিঝড় কলকাতার উপর দিয়ে বয়ে যাবে সেদিন, আর তার পরের দিন। অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার মহানগরীতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে গাছ উপড়ে পড়তে পারে। জল জমে সমস্যা তৈরি হতে পারে। আর তাই এবার আগাম ব্যবস্থা নিয়ে রাখল কলকাতা পুরসভা। মেয়র নিজে আধিকারিকদের সঙ্গে এই নিয়ে কথা বলেন। প্রয়োজনীয় নির্দেশ দেন।

কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন জানান, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সমস্ত দিক থেকে তৈরি আছে কলকাতা পুরসভা। সমস্ত রকম প্রস্তুতি ইতিমধ্যে সারা হয়ে গেছে বলে জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে । এই বিষয়ে কলকাতা পুরসভার অফিসারদের সব প্রস্তুতি সেরে রাখতে বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে ইতিমধ্যেই দিঘা, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটনকেন্দ্রের দিকে কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন। বুধবার সকাল থেকেই কার্যত পর্যটকহীন সমুদ্রসৈকত দেখা গিয়েছে। অন্যদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, এখন থেকেই শহরের বাতিস্তম্ভগুলির হাল খতিয়ে দেখা শুরু হয়ে গিয়েছে। যাতে কোথাও বিদ্যুতের তার সেখান থেকে বেরিয়ে না থাকে। বিদ্যুৎ সংযোগ সর্বত্র ঠিক আছে কিনা সেগুলিও দেখে নেওয়া হচ্ছে। যাতে কারেন্ট লেগে প্রাণহানির ঘটনা না ঘটে। শহরের নানা প্রান্তে গাছ পড়লে দ্রুত সেটা সরানোর ব্যবস্থা যাতে থাকে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। এমনকী প্রত্যেকটি বরোয় থাকছে বিশেষ টিম। যাঁরা বিপদে মানুষকে সহায়তা করবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ