Travonews.in

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের!

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের। আহত বেশ কয়েকজন জন প্রতিনিধি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে।

ঘটনাটি মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতর। জন প্রতিনিধিদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবীতে মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ বিজেপির জন প্রতিনিধিদের। ২ অক্টোবর বিজেপি পরিচালিত বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিলো। অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা গ্রাম পঞ্চায়েতে সচিবের রুম থেকে বিজেপির জন প্রতিনিধিদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতে হয়েছে,তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ করে এবং বি ডি ও কে লিখিত অভিযোগ জানায় বিজেপির জন প্রতিনিধিরা। তাদের বক্তব্য, আমরা মানুষের ভোটে জিতে এসেছি। আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে চাই। শাসকদলের লোকেরা আমাদের মারধর করেছে, আমাদের নিরাপত্তা নেই। নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিউলি দাস জানান,বিষয়টি আমার জানা নেই, তবে ব্লকে এসে বিজেপির জন প্রতিনিধিরা বিক্ষোভ দেখাচ্ছে। তাছাড়া ওটা গ্রাম পঞ্চায়েতের বিষয়। মহিষাদল ব্লকের বি ডি ও বরুনাশীষ সরকার বলেন, ঘটনা শুনেছি তবে সেভাবে বেশ কেউ আহত হয়নি। ওনারা অভিযোগ করেছেন, পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ