গরমের দিনে যৌনজীবনে নতুন মাত্রা!

এই গরমে ঘামলেই কি আপনি দূরে সরে যান? না, না! ঘামে ভেজা শরীর যৌন মিলনকে আরও উপভোগ্য করে তুলতে পারে! বিশ্বাস হচ্ছে না? সম্পূর্ণ তথ্য জানতে পোস্টটি পড়ুন।

ঘামে ভেজা শরীরেই সঙ্গম হবে চাঙ্গা! সমীক্ষায় এল অবাক করা তথ্য

পুরুষের ঘাম, নারীদের মধ্যে সঙ্গমের ইচ্ছে আরও তীব্র করে।একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে শীতের চেয়েও নাকি ঘামে ভেজা শরীরে যৌন মিলন অনেক বেশি সুখকর। আর এর নেপথ্যে রয়েছে মেলাটোনিন(Melatonin)। রোদ যত চড়া হয় মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড থেকে ততই কমতে থাকে মেলাটোনিন হরমোনের ক্ষরণ। এই পরিবেশেই বাড়তে থাকে যৌন হরমোনের ক্ষরণ। যা আদতে যৌন- মিলনের ইচ্ছাকে তিনগুণ বাড়িয়ে দেয়। শুধুই কামনা সৃষ্টি নয়, মিলনকে দীর্ঘস্থায়ী করার পাশাপাশি উপভোগ্যও করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে পুরুষরা আরও দীর্ঘতর করে তুলতে তাঁদের যৌনক্রিয়া। কেননা, যৌন বিশেষজ্ঞরা বলছেন, পুরুষের ঘাম, নারীদের মধ্যে সঙ্গমের ইচ্ছে আরও তীব্র করে।মার্কিন যৌনরোগ বিশেষজ্ঞ ডা. মারথা তারা লির গবেষণা পত্রে যৌনসুখের কারণ

হিসাবে উঠে এসেছে ভিটামিন-ডি’র ভূমিকা। দেখা গিয়েছে ভিটামিন-ডি কেবল হাড়ের গঠন মজবুত করে না, সেই সঙ্গে যৌনতাবর্ধকও। এখানেও রয়েছে রোদের ভূমিকা। সূর্যালোকের উপস্থিতিতে ত্বকে ভিটামিন-ডি সংশ্লেষ হয়। অস্ট্রেলিয়ার মেডিক্যাল ইউনিভার্সিটি অফ গ্রাজের চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, পুরুষের প্রতি মিলিলিটার রক্তে ভিটামিন-ডি’র উপস্থিতি যত বাড়ে ততই বেশি পরিমাণ ক্ষরণ হতে থাকে যৌন হরমোন টেস্টোস্টেরন(Testosterone)। যা পুরুষের যৌন ক্ষুধা বাড়িয়ে দেয়। শুধু পুরুষ নয়। ভিটামিন-ডি’র প্রভাবে মহিলাদের শরীরেও ইস্ট্রোজেনের ক্ষরণ বেশি হয়। যা কামোন্মাদনা বাড়ায়। তাই চরম গরমে সেক্স থেকে দূরে থাকবেন না, বরং ঘাম শরীরে আরও কাছে ডাকুন সঙ্গীকে। দেখবেন বিছানায় উঠবে তুফান।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

আর জি কর কান্ড নিয়ে খুবই চাপে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আরজি কর কাণ্ডের জেরে প্রবল আন্দোলনের জেরে কলকাতা পুলিশের …

বিশ্বে এখন ‘পিতৃতন্ত্র’ শব্দটা বেশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ভারতের বাইরে তো একটাই তন্ত্র, তাহলো – মানবতন্ত্র। মন্দিরে-মন্দিরে ঈশ্বর সেবার অধিকার কি শুধু …

বহু বছর হয়ে গেছে, দামোদরে আর ইলিশ মেলে না। কিন্তু এবার ঘটলো মিরাকেল। ডিভিসির ছাড়া জলের বিপরীতে আসতে আসতে মোহনা থেকে ইলিশ …

‘বিবাহ’ মানুষের জীবনে এক স্মরণীয় মুহুর্ত। প্রত্যেক মানুষ নিজের বিয়েকে নানাভাবে স্মরণীয় করে রাখতে চায়। কিন্তু ইরানের এক নবদম্পতির সেই মুহুর্ত স্মরণীয় …