এবার বিধানসভার শীতকালীন অধিবেশনে আসতে চলেছে একাধিক বিল। উপনির্বাচন শেষ হয়ে ফলাফল প্রকাশের পরই রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। শীতকালীন অধিবেশন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভায়। এই কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবারের অধিবেশনে বাণিজ্য সম্মেলন–সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানান পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিজেপি বিভিন্ন বিলের বিরোধিতার জন্য প্রস্তুতি শুরু করেছে।
এবার ইডি, সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে উত্তপ্ত হতে পারে অধিবেশন। বিভিন্ন রাজ্যের স্পিকারদের নিয়ে সম্মেলনে বিরোধী রাজ্যের স্পিকারেরা এই বিষয়ে সরব হয়েছিলেন। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,এবারের অধিবেশনে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে ওই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় একটা কর্মসূচি সাজানো হবে। স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। ইডি–সিবিআই দিয়ে স্পিকারদের বাড়িতে রেইড করিয়ে দেওয়া হচ্ছে। বিধায়ক, মন্ত্রীদের ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হতে চলেছে অধিবেশনে।