‘চতুর্দশী’ হলো আমাস্যার আগের দিন। আর্থাৎ কালী পুজোর আগের দিন সাধারণভাবে পালিত হয় চতুর্দশী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী। তিথি অনুযায়ী কালীপুজোর আগের দিন বা কোনও কোনও বছর কালীপুজোর দিনই পালিত হয় ভূত চতুর্দশী। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিটে। ভূত চতুর্দশী তিথি থাকবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ৩.৫২ পর্যন্ত। তার পরই শুরু হবে অমাবস্যা। যে তিথিতে কালীপুজো হবে।
তার মানে উদয় তিথি অনুযায়ী ভূত চতুর্দশী তিথি পালিত হবে ৩১ অক্টোবর অর্থাৎ কালীপুজোর দিন৷ ভূত চতুর্দশীতে ১৪ বাতি প্রজ্বলন এবং ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরে৷ এই রীতি তিথির স্থায়িত্বের মধ্যে পালন করলেই হবে৷ প্রদীপ প্রজ্বলনের মধ্যেদিয়ে দূরীভূত হবে আমাস্যার গভীর অন্ধকার আর ১৪ শাক এই আবহাওয়া পরিবর্তনের সময় মানব দেহের খুবই উপযোগী।