এবার বলিউডে ভালোভাবে পা রাখতে চলেছেন মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ অম্বানীর সংস্থা বর্তমানে দেশের অন্যতম বড় কনগ্লোমারেট সংস্থা। দেশ তথা বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দশেই থাকে অম্বানীর নাম। মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরে বহু বছর আগেই খেলার দুনিয়ায় পা রেখেছে রিলায়েন্স। এবার বিনোদন জগতে। শোনা যাচ্ছে, বলিউডে ভালোভাবে প্রবেশ করতে চলেছে মুকেশ অম্বানীর সংস্থা। পরিচালক ও নির্মাতা করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব নিতে পারে রিলায়েন্স। আর্থলগ্নি করে যদি লাভের আশা থাকে সেখানেই আছে আম্বানি গোষ্ঠী। সেই দর্শন থেকেই এবার এসে পড়লো বিনোদন জগতে।

সূত্রের খবর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং করণ জোহরের ধর্মা প্রোডাকশনের মধ্যে শেয়ার কেনার আলোচনা চলছে। দীর্ঘদিন ধরেই ধর্মা প্রোডাকশনের শেয়ার বিক্রির পরিকল্পনা করছেন করণ জোহর। কিন্তু মন মতো প্রস্তাব না পাওয়ায় আলোচনা এগোয়নি। এবার রিলায়েন্সের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে কথাবার্তা এগোচ্ছে বলেই শোনা যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে, মুম্বই বিনোদন জগৎ আসতে চলেছে মুকেশের পকেটে। তবে একথা ঠিক যে কয়েক বছর আগেই আম্বানি গোষ্ঠী ওই ইনডাস্ট্রিটে প্রবেশ করেছে। ইতিমধ্যে জিও স্টুডিও এবং ভায়াকম ১৮ স্টুডিয়ো রয়েছে, যা রিলায়েন্সই অংশ। এবার ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব নিলে বলিউডে অম্বানীদের অস্তিত্ব আরও মজবুত হবে। এর আগে সম্প্রতি, আরআইএল বালাজি ফিল্মসেও অল্প শেয়ার কিনেছিল। এবার অনেক বড়ো অর্থলগ্নি করতে চলেছে মুকেশ আম্বানি।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

প্রকৃতি যে তার ভারসাম্য হারাচ্ছে, তার আরও একটা উদাহরণ সামনে নিয়ে আসলো এই শ্যামা পোকা! কালীপুজোতে শ্যামা পোকার তাড়নায় আমরা বিরক্ত হয়ে …

সামনেই একাধিক রাজ্যে উপনির্বাচন। ভোট প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতেই ঝাড়খন্ডে রবিবার বিকেলে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের …

এখন তো ছোট ফ্ল্যাটের যুগ। আগের মতো অনেক জমি জায়গা থাকে না। কিন্তু সেই ফ্ল্যাটকেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে …

নানা কারণেই মহিলাদের একটা বড়ো অংশ নানা শারীরিক সমস্যার ভোগেন। এর প্রধান কারণ পিরিয়ড চলা কালীন অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া। মেয়েদের শরীরে …