এই গ্রামে সব পুরুষ অবিবাহিত – গ্রামে নেই কোনো মহিলা

ভারত বৈচিত্রে ভরা দেশ। এখানকার প্রকৃতি যেমন বৈচিত্রে ভরা তেমনি মানব প্রকৃতিও বৈচিত্রে ভরা। তাই তো বিহারে পাহাড়ের উপর আছে এমন এক গ্রাম,যেখানে নেই কোনো মহিলা। তবে হ্যাঁ,২০১৭ সালে একজন মহিলা এখানকার এক পুরুষকে বিয়ে করে এসেছিলেন। তাহলে এবার মূল ঘটনায় আসা যাক। বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা নামে একটি গ্রাম রয়েছে। এ গ্রামে শুধু পুরুষদেরই বাস। গোটা গ্রামে শুধু পুরুষররাই থাকেন। এই গ্রামে নেই কোনও নারী। এই গ্রামের পুরুষেরা কখনও বিয়েও করেন না। চিরকুমার থাকেন।

তবে, বারওয়ান কালা গ্রামের পুরুষেরা যে বিয়ে করতে চান না, তা নয়। আসলে কোনও মহিলা এই গ্রামের পুরুষদের বিয়ে করতে চান না। গত ৫০ বছরে কোনও নারী এই গ্রামের কোনও পুরুষকে বিয়ে করতে রাজি হননি। ফলে এ গ্রামের পুরুষরা অবিবাহিতই থেকে যান। কিন্তু কেন এই অবস্থা?

  কেন কোনও মহিলা এ গ্রামের পুরুষদের বিয়ে করতে চান না? আসলে, বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা গ্রাম। পাহাড়ে চড়াই পথে পাথর কেটে, জঙ্গল কেটে কোনওক্রমে যাতায়াতের একটি পথ বানিয়ে নিয়েছেন গ্রামবাসীরাই। সেই পথ ধরেই যাতায়াত করতে হয় এই প্রত্যন্ত গ্রামে। সেখানে বসবাসের ন্যূনতম পরিকাঠামোরও অভাব রয়েছে। পুরুষেরা কোনওক্রমে যদি বা থেকে যান, মহিলাদের পক্ষে এই গ্রামে থাকা প্রায় অসম্ভব। তেমন পরিকাঠামো নেই এখানে। তাই কোনও মহিলা বা তাঁর পরিবার এই গ্রামের কোনও পুরুষের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চান না। তাই এ গ্রাম বিয়ে হয় না। এর মধ্যে একটি ব্যতিক্রম আছে। ২০১৭ সালে এ গ্রামের এক যুবক বিয়ে করে স্ত্রীকে নিয়ে গ্রামে এসেছিলেন। অবশ্য তারা এখানে আর স্থায়ীভাবে বসবাস করেন নি। চলে গেছেন নীচে।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

প্রকৃতি যে তার ভারসাম্য হারাচ্ছে, তার আরও একটা উদাহরণ সামনে নিয়ে আসলো এই শ্যামা পোকা! কালীপুজোতে শ্যামা পোকার তাড়নায় আমরা বিরক্ত হয়ে …

সামনেই একাধিক রাজ্যে উপনির্বাচন। ভোট প্রচার তুঙ্গে। এই পরিস্থিতিতেই ঝাড়খন্ডে রবিবার বিকেলে ভোট প্রচারে গিয়ে অমিত শাহ আক্রমন করলেন ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের …

এখন তো ছোট ফ্ল্যাটের যুগ। আগের মতো অনেক জমি জায়গা থাকে না। কিন্তু সেই ফ্ল্যাটকেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে …

নানা কারণেই মহিলাদের একটা বড়ো অংশ নানা শারীরিক সমস্যার ভোগেন। এর প্রধান কারণ পিরিয়ড চলা কালীন অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া। মেয়েদের শরীরে …