আর জি করা মামলায় এবার দুই ডাক্তারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর

আর জি করা কাণ্ডে তদন্তে নেমে সিবিআই একাধিক নতুন তথ্য সামনে এনেছে। ইতিমধ্যে দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ সহ একাধিক ডাক্তারকে গ্রেফতার করেছে। কিন্তু নজরে আছে আরও কিছু চিকিৎসক। সম্প্রতি এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন, আরজি করের এমন আরও দুই চিকিৎসকের নাম স্বাস্থ্য ভবনে পাঠিয়েছিল সিবিআই। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার বিভাগীয় তদন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। এর আগে গত ৪ অক্টোবর স্বাস্থ্যসচিব এবং রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে সিবিআই দাবি করেছিল, আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন দফতরের অধ্যক্ষ দেবাশিস সোম এবং অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই আবহে এই দুই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিল সিবিআই। যদিও সেই চিঠি পেয়ে নাকি স্বাস্থ্য দফত জানিয়েছিল, ওই দু’জনের দুর্নীতির বিষয়ে তারা অবগত নয়।

প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী দাবি করেছিলেন, সিবিআই যদি দুর্নীতিগ্রস্ত অফিসারদের নাম পাঠালে রাজ্য বিবেচনা করবে। এর পরেই দেবাশিস ও সুজাতার নাম উল্লেখ করে স্বাস্থ্য দফতরে চিঠি পাঠিয়েছিল সিবিআই। আর তার জবাবে পালটা চিঠি দেয় স্বাস্থ্য ভবন। এর আগে আরজি কর তদন্তে নেমে দেবাশিস ও সুজাতাকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সূত্রের খবর, এবার স্বাস্থ্য দপ্তর বাধ্য হয়ে ওই দুই ডাকরার সম্পর্কে বিভাগীয় তদন্ত শুরু করতে চলেছে।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

ভারতীয় রেলে দুর্ঘটনা হয়েই চলেছে। মাঝে অবশ্য কিছুদিন তেমন কিছু হয় নি। আবার আজ, শনিবার একদম ভোরে হাওড়া শালিমারে লাইনচ্যুত ট্রেন। শালিমারে …

বিরোধীরা বলছেন যে রাজ্যের আবাস যোজনা বাংলার সমস্ত দুর্নীতিকে ছাড়িয়ে যাবে। বিরোধীদের এই অভিযোগ কতটা সত্য তা নিয়ে সমাজতত্ত্ববিদেরা গবেষণা করুক। কিন্তু …

এই দুই দেশ, অর্থাৎ আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আদায় কাঁচকলায়। কেউই কারোর কাছে মাথা নোয়াতে রাজি না। ইতিমধ্যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে …

বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন অনেক আগেই পাকিস্তান পন্থী জামাতের হাতে চলে যাওয়ার ফলে বাংলাদেশে দিন দিন হিন্দুদের উপর আক্রমন বেড়েই চলেছে। …