এই দুই দেশ, অর্থাৎ আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আদায় কাঁচকলায়। কেউই কারোর কাছে মাথা নোয়াতে রাজি না। ইতিমধ্যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্তত ৭০টি দেশ ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ট্রাম্পের উদ্দেশ্যে। আর এবার সেই বার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার সোচিতে আয়োজিত ভালদাই ফোরামে বক্তৃতা দিতে গিয়ে পুতিন বলেন, “বিপুল ভোটে জয়ের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে চাই।”
স্বাভাবিক কারণেই তখন সাংবাদিকদের পক্ষ থেকে ছুটে নানা প্রশ্ন। পুতিন একে একে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তাকে প্রশ্ন করা হয়,আগামী দিনে তিনি কী ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন? রুশ প্রেসিডেন্টের জবাব, ‘তিনি কথা বলার জন্য তৈরি।’ অন্যদিকে নির্বাচনের পর একটি সাক্ষাৎকারে ট্রাম্পও বলেছেন, “আমি পুতিনের সঙ্গে কথা বলতে ইচ্ছুক।” এতেই মনে হচ্ছে, এই দুই রাষ্ট্রনায়ককে যদি একসঙ্গে আলোচনার টেবিলে বসানো যায়, তাহলে বিশ্ব থেকে যুদ্ধ অনেকটাই দূর হবে।